
আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাহেদা হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি) ডাঃ শ্যামলী দাশ, দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. নুরুল আফছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল,আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গণমাধ্যমকর্মী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বক্তারা ছাত্র-ছাত্রীদের মাঝে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিয়ে বিশদ আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদের মতামত গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :