আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পৌর শহরের বিভিন্ন সড়ক ও জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ও প্রতিদিনের স্বর্ণের মূল্য হালনাগাদ না থাকায় কয়েকজন জুয়েলারি দোকান মালিকসহ মোট ১৪ ব্যক্তির ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালান, এ সময় পৌর শহরের বিভিন্ন সড়ক ও জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় এবং কয়েকটি জুয়েলারি দোকানে প্রতিদিনের স্বর্ণের মূল্য হালনাগাদ না থাকায় দন্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ ২২ হাজার টাকা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও রমজান ও ঈদ উপলক্ষে মার্কেট, শপিংমলগুলোতেও অভিযান পরিচালনা করা হয়েছে।
কেনা কাটা করতে এসে কেউ যদি হয়রানি শিকার হয় এবং নিরাপত্তাহীনতায় ভুগলে এবং কোনো ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সহায়তায় করে।
আপনার মতামত লিখুন :