[gtranslate]

দাগনভূঞায় হ-ত্যা চেষ্টা মামলার আসামি হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীতা বাতিল


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন / ১০৯
দাগনভূঞায় হ-ত্যা চেষ্টা মামলার আসামি হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীতা বাতিল

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য ক্যাটাগরিতে ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলার আসামী নূর আলম বিপ্লবের প্রার্থিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নূর আলম বিপ্লব দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচনী সিডিউল মোতাবেক মনোনয়নপত্র বৈধ হিসেবে প্রতিদ্ধন্ধিতা করছেন। গত ২০ অক্টোবর জুলাই যোদ্ধা ফজলুল হক রাফী ও শাহরিয়ার মান্নান কর্তৃক রির্টানিং কর্মকর্তা ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট নূর আলম বিপ্লবের মনোনয়নপত্র বাতিলের জন্য অভিযোগ করেন। সে মোতাবেক তিনি অভিযোগের তদন্ত পূর্বক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা প্রবিধান মালা ২০২৪এর ১৬ (জ) অনুযায়ী বিপ্লবের মনোনয়নপত্র বাতিলের জন্য গতকাল ২৮ অক্টোবর
নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশনা মোতাবেক দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ এর অভিভাবক ক্যাটগরিতে বিপ্লবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, নূর আলম বিপ্লব ১৮ নভেম্বর ২০২৪ সালের মহিপালে ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৮৪ নম্বর এজাহার নামীয় আসামী।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুধমুখা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।