দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন / ১৩৭
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন

 

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের ২০২৪-২০২৬ খ্রি: তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ জুন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, মোহাম্মদ ইলিয়াস (কোষাধ্যক্ষ), মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ (কার্যনির্বাহী সদস্য), মোঃ শহীদ সোহরা ওয়ার্দ্দী (কার্যনির্বাহী সদস্য), মোহাম্মদ সফিক উল্যাহ (কার্যনির্বাহী সদস্য), মোহাম্মদ আলাউদ্দিন (কার্যনির্বাহী সদস্য), সাইফ উদ্দিন মাহমুদ (কার্যনির্বাহী সদস্য) ও মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী (কার্যনির্বাহী সদস্য)। দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, পরিচালক রুবেল আলী ও অর্থ ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক রিমনের স্বাক্ষরিত ৯ সদস্যের কমিটি অনুমোদন দেন।