দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই’র পল্লীতে বাড়ির সীমানার বিরোধিতার জের ধরে সত্তরোর্ধ বৃদ্ধাকে কুপিয়ে খুন করার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের মৃত জফর আলীর স্ত্রী নিহত বৃদ্ধার নাম আয়েশা বিবি(৭০)
২০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টার সময় রাজনাও গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিরাই থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে রাজনাও গ্রামের মৃত জফর আলীর ছেলে উছমান গনী ও সফিজ উল্লার ছেলে জামাল উদ্দিন গংদের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বলে বিগত কয়েক বছর ধরে একাধিক সালিশি বৈঠকে কোন সমাধান হয়নি।
সোমবার ১৯ ডিসেম্বর রাতে এমনই এক বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটি হলে সালিশি বৈঠক বন্ধ হয়। নিহতের ছেলে উছমান গনী জানান বাড়ির সীমানা নিয়ে বিরোধিতা বিষয়ে গত রাতে সালিশি বৈঠকে কোন সমাধান হয়নি। এরই জের ধরে প্রতিপক্ষ জামাল উদ্দিন তার লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে ভোর বেলা আমার মা দরজা খুলে ঘর থেকে বের হওয়া মাত্র রামদা দিয়ে কুপাতে থাকে।
একপর্যায়ে আমার মায়ের চিৎকার শুনতে পেয়ে আমরা ও আশেপাশের মানুষেরা আসলে ঘাতকরা দৌড়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন বাড়ির সীমানা নিয়ে রাজনাও গ্রামের দুই গ্রুপের বিরোধ চলছিল।
এলাকার গন্যমান্য ব্যক্তিগন বিগত দিনে কয়েক বার সালিশ করেও কোন সমাধান হয়নি। এরই জের ধরে হত্যা কান্ডটি হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান আমি ঘটনাস্থলে আছি। বাড়ির সীমানা বিরোধ নিয়ে রাজনাও গ্রামে মহিলা নিহতের ঘটনাটি হয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি।
আপনার মতামত লিখুন :