

স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের দিরাই পৌরসভার বিভিন্ন পূজো মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। তিনি উপস্থিত ভক্ত এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পাবেল বলেন, দুর্গোৎসব কেবল সনাতনী সম্প্রদায়ের উৎসব নয়; এটি আমাদের সামাজিক ঐক্য, সহমর্মিতা এবং সম্প্রদায়িক সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাবকে আরও শক্তিশালী করে। যেকোনো ধরনের উৎসব উদযাপন শুধুমাত্র আনন্দদায়কই নয়, বরং এই উৎসবের মাধ্যমে সমাজে ধৈর্য, একতার ভাতৃত্বের বার্তাও বহন করে। পৌর শহরের শ্রীশ্রী কালী মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন পাবেল চৌধুরী।
পৌরসভার শুকুরনগর, মজলিপশপুর, রামকৃষ্ণ সেবা, জগন্নাথ জিউর মন্দির, শ্রীশ্রী কালী মন্দির, পূর্বদিরাই, দোওজ ও হারানপুর আনোয়ারপুরের ২টি পূজো মন্ডপে ভ্রমণ করে শুভেচ্ছা বিনিময় করেন এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তরুণ দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :