দিপংকর বনিক দিপু,দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিষাদময় এই দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।
দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল এগারটায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ। দিবসটি উপলক্ষে অধ্যক্ষ প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাষক মিলন কৃষ্ণ সাহা’র সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন এই দিনটিতে একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ জাতির হাজারো মেধাবী সন্তানকে।
এসময় আরও বক্তব্য রাখেন প্রভাষক নয়ন দেবনাথ, নারায়ণ আচার্য্য, হাশরাকুল মেহেদী তানিয়া, মোঃ আরিফুল ইসলাম, হিসাব রক্ষক ইশরাত হক । এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রভাষক কাওছার আল আমিন, রাহিমুল ইসলাম, শাওন চৌধুরী, জায়দুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :