দিরাইয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন / ৬৪
দিরাইয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা আগস্ট) দুপুর ২ ঘটিকার ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাস।
সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মৃদুল চৌধুরী জানান, স্বাস্থ্য সেবার মানকে আরো উন্নত ও যুগোপযোগী করার জন্য আমরা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সমন্বয়ে চিকিৎসা প্রযুক্তি নির্ভর একটি ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেছি। এখানে থাকছে সঠিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি।


There is no ads to display, Please add some