[gtranslate]

দীপাবলিকে ঘিরেই শুরু হয় কালী পূজা


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন / ১৬৬
দীপাবলিকে ঘিরেই শুরু হয় কালী পূজা

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,

পটুয়াখালী জেলা প্রতিনিধি-

পটুয়াখালী জেলা বিভিন্ন পূজা মন্ডপে কালী পূজা আজকের রাতে। আজ ২০ অক্টোবর সোমবার কালী পূজা ও দীপাবলি উৎসব, সারা দেশ জুড়ে পালিত হবে এই দীপাবলি,  অন্য দিকে ব্যস্ততা দেখা গেল কালী পূজা মৃতশিল্পীদের, প্রতিমার কাজ শেষ করতে, অন্য দিকে বাজারে বাজারে  সারিবদ্ধ ভাবে বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা সাজিয়ে বসে থাকতে।এমন কি বাজার জুড়ে ফল মূল ফুল বেল পাতা নিয়ে বসে আছেন, আজ সারা রাত ধরে কালী পূজা। আর এই দীপাবলিকে ঘিরেই শুরু হয়ে গেছে কোথাও প্রতিমার শুভ উদ্বোধন, ঘরে ঘরে প্রদীপ ও আলোর রসনায়, আকাশে বাতাসে বারুদের গন্ধ, রংবেরঙের বাজির আওয়াজ। রাস্তায় রাস্তায় প্রশাসনের সতর্ক নজরদারি। ক্রেতা অর্থাৎ পূজা উদ্যোক্তারা জানালেন, আমাদের বাজেট কুলিয়ে উঠতে পারছি না। যাহাতে আমাদের মতো ছোট ছোট পূজা গুলো বাজেটের অভাবে মুখ থুবড়ে পড়ছে। কারণ সরকার রাস্তা বা কোথাও চাঁদা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, চাঁদা তুললে তাই দাঁড়িয়ে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন, পাড়ার প্রতিবেশীরাও চাঁদা দিতে চাইনা, কারণ একই মাসে অনেকগুলি পূজা পড়ে যাওয়ায়। এ দিকে বাজারে এসে আমাদের মাথায় হাত, কারণ প্রতি বছরই প্রতিমা থেকে শুরু করে ফলমূলের দাম বেড়েই চলে। কখনো কমে না, যে প্রতিমা দুই থেকে আড়াই হাজার টাকায় কিনতাম, সেই প্রতিমা দাম বেড়ে হয়েছে ৭৫০০ থেকে ৮৫০০ টাকা এবং ফলমূলের দাম এতটাই বেড়ে যায়, দেড়শো থেকে ২০০ টাকার নিচে কোন ফল পাওয়া যায় না। অন্য দিকে ডেকোরেটরাও তাদের মূল্য বাড়িয়ে দিয়েছেন, যার ফলের সব দিকেই বাজেটের বাইরে চলে গিয়েছে। তাই আমরা কোন ভাবে মাকে নিয়ে গিয়া আরাধনা করি, বড় বড় পূজা  উদ্যোক্তাদের সবাই সবকিছু দেয়। আমরা চাইলেই না বলে দেয়।  তবে যত সন্দেহ হচ্ছে বাজারে বাজারে ভিড় জমে উঠেছে।