দুঃখীর অস্টপ্রহর


প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন / ৫১
দুঃখীর অস্টপ্রহর

দুঃখীর অস্টপ্রহর
নুর মোহাম্মদ

দুঃখীর পাশে না ঘেঁষে কেউ জড়ায় সুখীর পাশে,
দুদিনের ভবের মাঝে আসেনি কেউ কারো আশে।
আজি শ্রেণী ভাগে বিভক্ত সবে নেই বলিবার কিছু,
বিদ্বেষ আর হানাহানি না ছাড়ে মোদের পিছু।

ক’জনা আর ভালবাসে দুঃখীর অবলা জাত,
বিপদে পতিত মানুষের পাশে ক’জনার থাকে হাত।
গায়তো অনেকে সাম্যের গান তা শুধু নামে মাত্র,
দুর্বলেরে পদে ধলছে সবলরা অহোরাত্র।

জর্জরিতের রক্ত ঝরে লুন্ঠনে অবিচারে,
অহেতু কেন করুণ নিয়তি তাদের পিষে মারে।
দুঃখীর পাশে যে জন থাকে সে জন মহাব্রতী,
করে নেয় সে সবেরে জীবনের সহযাত্রী।

মহানন্দে সুখীরা তো থাকে দুঃখীদের ভুলে,
দুঃখীর পাশে পড়িলে তারা পথ এড়িয়ে চলে।
আজ যে সুখী কাল সে দুখী এটাই ভবেররীতি,
অহংজ্ঞানে মেতেছে যারা ভূগবে তারা ভীমগতি।

জনম দুঃখী আছে যারা কত যে তাদের ব্যাথা,
স্বর্ণ ছুঁলে ছাই হয়ে যায় বর্ণাতীত তার কথা।
নুন আনতে পান্তা ফুরোয় অনেকের পরিণতি,
নষ্ট কষ্টে জীবন তাদের এমনই দুর্গতি।

সু-সময়ে বন্ধু জোটে এটাই নিয়ম চিরন্তন,
অসময়ে কেউ থাকে না দুঃখের আবর্তন।
দুঃখে থেকে অনেকেই তো দুঃখকে জয় করে,
নিয়তির পরিহাসে অনেকের তা কান্না হয়ে ঝরে।

দুঃখ স্রোতে জীবন যাদের তিক্ত বিরক্ত,
পদে পদে দিশেহারা হয়ে যায় হয়ে রিক্ত।
জীবন সমরে সদাই তারা পশ্চাৎপদে রয়,
চরম গ্লানি বয়ে বেড়ায় আয়ু করে ক্ষয়।

তাদের ধারে সুখটা সোনার হরিণ তুল্য,
মতটা তাদের সমাজে না পায় কোন মূল্য।
গরীবের মাঝে দুঃখী বেশী নির্মম সত্য,
অর্থকড়ির মাঝে থেকে ও কারো দুঃখ অকথ্য।


There is no ads to display, Please add some