আশীষ খীসা
নদী-নালা,খাল-বিল,ঝিরি
ভালো লাগে আমার খুব,
এ সব প্রাকৃতিক দৃশ্য দেখতে
মন চায় আজীবন যুগে যুগ।
তাই তো ঘুরে বেড়াই আমি
সময় ও সুযোগ পেলে অবসরে,
সারাদিন এদিক-ওদিক ঘুরে
গোধূলি লগ্নে আমি ফিরি ঘরে।
একান্ত নীরব নির্জন পরিবেশে
উপভোগ করি ইচ্ছে মত,
পাহাড়ি বন-জঙ্গল বাদ রাখিনা
চষে বেড়াই ইচ্ছে জাগে যত।
পার্বত্য এলাকার আদিবাসী আমি
পাহাড়ের সবকিছু আমার আপন,
ঝিরি-ঝর্ণা,হ্রদ,পাহাড়-পর্বত
ঘুরে করি অসাধ্য সাধন।
পাহাড়ি সব উপাদান আমাকে
বারে বারে দেয় হাতছানি,
চারদিক পাখির সুমধুর কলরব
কত যে মনোহর পাহাড়ি গ্রামখানি।
দু’নয়ন ভরে দেখি পাহাড়ি
নদী,ঝিরি-ঝর্ণা ও বুনো ফুল,
দেখি আরও গাছ-বাঁশ ও গুল্মলতা
উপভোগ করি নদীর একূল ও ওকূল।
আপনার মতামত লিখুন :