
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে সরকারি ছুটি ব্যতিত হিলি পানামাপোর্টে লোড আনলোডের কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করে হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে। এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী দু’দেশের মধ্যে পারাপার স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :