দৈনিক বিপ্লবী সময় পত্রিকার রিপোর্টার ও এডিপি বাংলা চ্যানেলের নিউজ প্রেজেন্টারকে হুমকি থানায় জিডি


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন / ২৩০
দৈনিক বিপ্লবী সময় পত্রিকার রিপোর্টার ও এডিপি বাংলা চ্যানেলের নিউজ প্রেজেন্টারকে হুমকি থানায় জিডি

নিউজ ডেক্স 

চ্যানেল 24 এ চাকরী করেন সোহেল রানা তাহার স্ত্রী ও অন্যান্য সঙ্গিরা মিলে দৈনিক বিপ্লবী সময় পত্রিকার রিপোর্টার ও এডিপি বাংলা চ্যানেলের নিউজ প্রেজেন্টার পিংকি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক পিংকি আক্তার পাবনা জেলার আমিনপুর থানায় নিজের সুরক্ষার জন্য তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন, জিডি নং ২৯৫ তারিখ ০৬/০৪/২০২৪ ইং। কিন্তু জিডি করার দুইদিন পর আবারও হুমকি প্রদানকারী পলি আক্তার অন্য একটা আইডি থেকে ভয়েস রেকর্ড পাঠাতে থাকে,সে আইডিতে প্রোফাইল পিক একজন ডিবি পুলিশের, প্রোফাইলে ডিবি পুলিশ সুজন নামে। এই বিষয়টি আবারও থানায় জানানো হয় এবং নিউজ করা হয়। কিন্তু আসামি আরো বেপোরোয়া হয়ে যায় সে উল্টো বাদীর বিরুদ্ধে মিথ্যা জিডি করেন এবং বিভিন্ন ভাবে তার কর্ম ক্ষেত্রে অপপ্রচার ও হুমকি দিতে থাকে।এমতাবস্থায় সে পিংকি আক্তারকে বিভিন্ন ভাবে হেনস্থা করতে থাকে । সে আজেবাজে গ্রুপে পিংকি আক্তারের ছবি এডিট করে ও নাম্বার দিয়ে দেয় এবং সে নাম্বার গুলো বিভিন্ন আজেবাজে গ্রুপে ছরিয়ে পরে এবং বিভিন্ন লোকজন পিংকি আক্তারকে বিরক্ত করা শুরু করে ।আর হুমকি দানকারী বিভিন্ন ভাবে তার সংগীদের দিয়ে হুমকি দেওয়াতে থাকে যে,তার ছবিগুলো এডিট করে বিভিন্ন খারাপ ভিডিও এর সাথে এড করে ভাইরাল করে দিবে, এবং এই অবস্থায় সে আর কাউকে মুখ দেখাতে পারবে না এই রকম হুমকি তাকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। বিবাদির স্বামী চ্যানেল 24 এর রিপোর্টার এবং সে সবসময় তার স্বামীর ক্ষমতার বড়াই করে ও বিবাদির হাত নাকি অনেক লম্বা ,তার নাকি অনেক উর্ধ্বতম কর্মকর্তা পকেটে থাকে।সে হাজার অন্যায় করলেও নাকি তার কেউ কিছু করতে পারবে না। এই মহিলাকে কঠিন শাস্তির আওতায় আনা হোক, যাতে পরবর্তীতে এই ধরনের অন্যায় কাজ আর কখনও করতে না পারে।এহেন হুমকি-ধমকিতে অভিযোগকারী পিংকি আক্তার যেকোন সময় আত্মহনন করতে পারেন এ-র দায়ভার কে নিবে?