দোয়ারাবাজারে বিজিবি’র অভিযানে চৌদ্দ লক্ষ টাকা উদ্ধার


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন / ৫৫২
দোয়ারাবাজারে বিজিবি’র অভিযানে চৌদ্দ লক্ষ টাকা উদ্ধার

 

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরিত্যক্ত অবস্থায় নগদ চৌদ্দ লক্ষ টাকা উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি সীমান্ত থেকে এই টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ীর সীমান্ত পিলার ১২২৭/১—এস এর নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় চৌদ্দ লক্ষ বাংলাদেশী নগদ টাকা উদ্ধার করা হয়। বিওপির জেসিও—৭৮৮৮ সুবেদার মো. মোক্তার আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই টাকা উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জানান, আটককৃত বাংলাদেশী টাকা থানায় সাধারণ ডাইরী করে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##


There is no ads to display, Please add some