সেলিম মাহবুব, ছাতকঃ
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হালিম বীর প্রতিকের মৃত্যুতে ইউনিয়নে চেয়ারম্যান পদটি শুন্য হয়।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সুরমা ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনী তফসিলে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে ১ লা ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই হবে ৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপীল ৬ ডিসেম্বর ও শুনানি শেষে আপীল নিস্পত্তি করা হবে ৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ১১ ডিসেম্বর। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা মইনুল হোসেন, শাহ জামাল ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। ##
আপনার মতামত লিখুন :