ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ৭৫০টি কম্বল বিতরণ করেন : এমপি রতন


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ১১:০৩ অপরাহ্ন / ৪১২
ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ৭৫০টি কম্বল বিতরণ করেন : এমপি রতন

 

(সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৭৫০টি পরিবারের মধ্যে মঙ্গলবার বেলা দেড়টার দিকে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চলতি বছরে সরকারিভাবে প্রাপ্ত ৪৫০টি ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর নিজস্ব অর্থায়নে ক্রয় করা ৩০০টি কম্বল বিতরণ করা হয়।


There is no ads to display, Please add some