ধুনটের দুই হাত বিহীন প্রতিবন্ধী শিশু রাব্বিকে গরু দান করলেন প্রবাসী আনিসুর রহমান আলেক


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৯:৫০ অপরাহ্ন / ৪১৯
ধুনটের দুই হাত বিহীন প্রতিবন্ধী শিশু রাব্বিকে গরু দান করলেন প্রবাসী আনিসুর রহমান আলেক

 

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার
গত কয়েকদিন আগে বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়নের কাঁদাই গ্রামের মোঃচান্দু মিয়ার ছেলে দুই হাত বিহীন প্রতিবন্ধী শিশু রাব্বিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ই বাংলা নিউজ ও দৈনিক রাইট নিউজ নামের ফেসবুক পেইজে। প্রতিবেদন এর মাধ্যমে প্রতিবন্ধী শিশু রাব্বি একটি গরুর আবদার করেছিলো,ইতিমধ্যে প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।উক্ত প্রতিবেদন দেখে দুই হাত বিহীন প্রতিবন্ধী শিশুটির দিকে সহানুভূতি দেখিয়েছেন মালোশিয়া প্রবাসী মোঃআনিসুর রহমান (আলেক)তিনি গাজিপুরের কৃতি সন্তান ও গাজিপুর প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর যুগ্ন সাধারণ সম্পাদক। আজ ১২/১১/২০২২ তারিখ শনিবার তার দেওয়া নিজ অর্থায়নে ওই প্রতিবন্ধী শিশুটিকে একটি বকনা গরু প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল চার ঘটিকার সময় জাতীয় দৈনিক যুগান্তর পএিকার শেরপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে গরু প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বনমরিচা এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সোবাহান,তথ্যমালা পএিকার প্রকাশ ও সম্পাদক শ্রী সুজিত যায়যায়দিন পএিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান রোকন, বাংলাদেশ ক্রাইম বার্তার সম্পাদক আসাদুজ্জামান আশা, দৈনিক ভোরের চেতনা পএিকার ভ্রাম্যমান প্রতিনিধ মঞ্জুরুল করিম লিঠন, ই বাংলা নিউজ এর এডমিন ও ভোরের চেতনা পএিকার ক্রাইম রিপোর্টার লিঠন কবির,দৈনিক রাইট নিউজ এর এডমিন ও ব দ্বীপ বাংলাদেশ পএিকার ষ্টাফ রিপোর্টার মাসুদ রানা,দৈনিক আলোকিত একুশে সংবাদ পএিকার উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা মিলটন,দেশের কন্ঠ পএিকার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন ও সাংবাদিক মিল্লাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে ওই প্রতিবন্ধী শিশু রাব্বির মায়ের হাতে বকনা গরুটি তুলে দেওয়া হয়।