
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাণীনগর উপজেলা টিমকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পত্নীতলা উপজেলা টিম।
নির্ধারিত ৫ ওভারে রাণীনগর উপজেলা টিম ৬১ রান তুলেন। জবাবে পত্নীতলা উপজেলা টিম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।খেলায় ৩৬ রানের অন্যবদ্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন পত্নীতলা উপজেলা টিমের মেরাজ হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের দলনায়ক ত্রিনাথ দাস রেন্টু এর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন, পত্নীতলা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ,পত্নীতলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ প্রমুখ।
আপনার মতামত লিখুন :