

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর-২০২৫) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন। তাহার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মডেল কেয়ারটেকার এমসি আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কেয়ারটেকার রেজাউল ইসলাম, মাওলানা আব্দুল জলিলসহ আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম, আব্দুল হাই আল হাদি প্রমখ। অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
আপনার মতামত লিখুন :