

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর আত্রাইয়ে নবগঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ২০২৫ সকাল ১১ টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান হাফিজ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম’র সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এস. এম ফারুক বখত, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাবের প্রামানিক, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বিলকিস আক্তার বানু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাবের প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন প্রামানিক, প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের নাম পাঠ করলে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। জে/এ

আপনার মতামত লিখুন :