
মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই’র ডিজিএম মতবিনিময় করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিএম কাজী মোছা. আয়শা সিদ্দিকা সরকার’র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি বিদ্যুতের লোডশেডিং, দৈনন্দিন চাহিদা ও প্রাপ্ত বরাদ্দ এবং সমস্যা সমাধানে তাঁর গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, নওগাঁ থেকে আত্রাইয়ে আসা ৩৩ কেভি লাইনটি মাঠের মধ্য দিয়ে হওয়ায় লাইন ফল্ট হলে তা চেক করে বিদ্যুৎ চালু করতে নানান প্রতিকুলতা মোকাবেলা করতে হয়। যে কারণে উক্ত সমস্যা সমাধানে নওগাঁ-নাটোর রোডের পাশ দিয়ে ৩৩ কেভি লাইন রিবুটিং করে রাণীনগর ৩৩ কেভি ফিডারের সাথে ৫.৯০৮ কি:মি: ডাবল সার্কিট এবং নতুন ১২.৮৩৬ কি:মি:সহ মোট ১৮.৭৪৪ কি:মি: লাইন নির্মাণ কাজের প্রস্তার জিএম বরাবর উপস্থাপন করা হয়েছে। এই লাইনটি নির্মাণ হলে আত্রাইবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। তিনি আরও জানান, গ্রাহকের ভোগান্তি কমাতে নতুন মিটার প্রাপ্তির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম অনলাইনে করা হয়েছে। একই সাথে গ্রাহকের সুবিধার্থে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর ভাঙ্গা জাঙ্গাল নামক স্থানে অভিযোগ কেন্দ্র স্থাপনের প্রস্তার পাঠানো হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় আত্রাইয়ের নামে নির্মিত গ্রীড হতে ২টি নতুন ৩৩ কেভি ফিডার বের করতে কার্যক্রম চলমান রয়েছে। উক্ত মতবিনিময়ে এজিএম (ওএন্ডএম) রাজু হাসান, ওয়্যারিং পরিদর্শক শাহিনুর ইসলাম, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী রহমান বক্তব্য রাখেন। বক্তারা আত্রাইয়ে চলমান বিদ্যুতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। একই সাথে ডিজিএম কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের জের দাবি জানান। জে/এ

আপনার মতামত লিখুন :