স্টাফ রিপোর্টার
ওপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এবার গাইলেন বাংলাদেশের গীতিকার রোস্তম মল্লিকের লেখা গান।
“রঙ বদলায়” শিরোনামে এই গানটি গতকাল ইউটিউব চ্যানেল প্রাইম মিউজিক ও প্রাইম টিভি বিডিতে রিলিজ হয়েছে।
গানটির কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক ও গীতিকার রোস্তম মল্লিক। সুর ও সংগীত আয়োজন করেছেন ওপার বাংলার প্রখ্যাত সংগীত পরিচালক কুন্দন সাহা।
গানটি ভারত এবং বাংলাদেশে স্রোতা প্রিয়তা পেয়েছে।
গানটি সম্পর্কে গীতিকার রোস্তম মল্লিক বলেন, নচিকেতা চক্রবর্তীর কন্ঠে আমার গানটি সময়ের সাক্ষী হয়ে থাকবে।
গিরগিটি ক্ষণে ক্ষণে
রঙ বদলায়,
মানুষও তার থেকে কম কিছু নয়…।
এই কথাগুলো জীবন ছুঁয়ে যাওয়ার মত।
বর্তমান সমাজে মানুষের যে নৈতিক অধঃপতন সেটাই এই গানের উপজিব্য বিষয়।
গানটি মানুষকে একটা ম্যাসেজ দিবে বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন :