তানসেন আলী মন্টু স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার নন্দীগ্রাম ৩নং ভাটরা ইউনিয়ন, সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটার কাজ, আগাম জাতের আমন ধান বিয়ার, ৯০+৯১ এবং বিনা সেভেন বিনা ১৭ যথেষ্ট ফলন আশা করছে কৃষক, বিয়ার ৯০+৯১ ধান বিঘা প্রতি ১৮ থেকে ২০ মন ধান আশা করছে কৃষক, স্থানীয় সূত্রে জানা যায়, বিআর ৯০ ৯১ ধান প্রতি মন বিক্রয় হচ্ছে ১৬ থেকে ১৮ শত টাকা, এবং বিনা সেভেন বিনা ১৭
প্রতি মন বিক্রয় হচ্ছে ১১ থেকে ১২ শত টাকা
ধানের যথেষ্ট ফলন এবং উচ্চ দামে বিক্রয় করতে পেরে, হাসি ফুটেছে কৃষকের মুখে।
আবহাওয়া এইভাবে অনুকূলে থাকলে কৃষকেরা ধানের সঠিক দাম পাবে বলে আশা করেন।
আপনার মতামত লিখুন :