নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থ ব্যক্তির লাশ উদ্ধার!সমাপ্ত হল উদ্ধার অভিযান।


প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ১২:২১ অপরাহ্ন / ৪২২
নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থ ব্যক্তির লাশ উদ্ধার!সমাপ্ত হল উদ্ধার অভিযান।

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা চতুর্থ ব্যক্তির লাশ উদ্ধার এর মধ্য দিয়ে সমাপ্ত হল উদ্ধার অভিযান। ৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার বড়দিয়া ফেরীঘাটের দক্ষিণ দিকে থেকে লাশটি উদ্ধার করা হয়। ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে কালিয়ার নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় ওই রাতেই মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রানে বেঁচে যান এবং নিখোঁজ ৪ জনের উদ্ধার অভিযান অব্যাহত থাকে। পহেলা জানুয়ারী বাবুপুর গ্রামের টুকু শেখের ছেলে লাবু চৌকিদার (৩২) ও জোকার চর গ্রামের মৃত বদিয়ারের ছেলে খানজাহান আলী ওরপে খাজা (৫২)সহ ২ জন, ২ জানুয়ারী বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের ছেলে রয়েল মোন্ডল ও ৩ জানুয়ারী সকাল ৯টা ৪০ মিনিটে বড়দিয়া ফেরীঘাট এলাকা থেকে কালিয়ার মৃত খালেক শেখের ছেলে মাহামুদ শেখের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নৌকা ডুবির ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহাবুব আলম।

 


There is no ads to display, Please add some