নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গরিবের বন্ধু হিসাবে পরিচিত নাম আলহাজ্ব মোস্তফা মুন্সী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানীকে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৬ জুন-২০২৪ বুধবার বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।এর আগে ঢাকা থেকে শপথ গ্রহণ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের রিসিপশনে হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ দৌলতদিয়ার ৪ নং ফেরি ঘাটে উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের
সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ উপজেলা আ’লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং দৌলতদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধাসহ সকল ইউনিয়নের মেম্বারগণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানয়্য ঐক্য পরিষদের নেতারা প্রমুখ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ।
আপনার মতামত লিখুন :