নবরাগ


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন / ৪৮
নবরাগ

সুবর্ণা দাস
২৬-০৭-২০২৪

আছে দুঃখ আছে সংঘাত
আছে কষ্ট ঘাত প্রতিঘাত!
আছে বৈরি ঘোর ঘন ঘোর!
আছে অশ্রু সুরে ভাংচুর!

আছে অগ্নি দ্রোহ অনল
আছে মৃত্যু পথ চলাচল!
আছে চৈত্র আছে দাঁড়কাক
আছে ব্যধি কালো হাকডাক!

আছে মরু ধু ধু বালুচর
আছে শংকা যেন পর পর!
কু শকুনির আছে কুটচাল
শঠ শঠতার আছে বাক্ জাল!

আছে রাইয়ের চোখে বর্ষা
আছে ঘাতক ছল সহসা!
আছে অন্যায় দোষ দুরাচার
দিশা চৌচির জ্বলে চারধার!

তবু কাঞ্চন তবু ফাল্গুন
ফুল কাননে অলি গুনগুন!
ভিত আঙিনায় হাটি পা পা
তুলো তুল তুল মা সোনা মা!

সুখ নহবত ঐ সুমধুর
নীল চাঁদোয়া খুশি ভরপুর!
সু সবুজে সু বাতাস
রসে মৌ মৌ মাস মধুমাস!

তবু আশা তবু স্বপ্ন
হয় পোড়া মন যদি ভগ্ন
তবু জীবন চায় নবরাগ
বাঁধে খুঁটি রুখে বৈশাখ!!

শিল্পী / ঢাকা