স্পোর্টস ডেস্ক :
আবু ধাবি: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটা পরিণত হলো এক রোমাঞ্চকর লড়াইয়ে। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলিং তোপে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই শাহীন শাহ আফ্রিদির আগুনে গতির সামনে দিশেহারা লঙ্কানরা। কুশাল মেন্ডিস শূন্য রানে ফিরলে, পাথুম নিসাঙ্কা (৮) ও কুশাল পেরেরা (১৫) বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কামিন্দু মেন্ডিস। ৪৪ বলে ঝলমলে ৫০ রানে দলকে টেনে তোলেন তিনি। শেষ দিকে চামিকা করুনারত্নের (অপরাজিত ১৭) ব্যাটে কিছুটা ভরসা পেলেও নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের ইনিংস থামে ৮ উইকেটে ১৩৩ রানে।
পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৩ উইকেট। সমানভাবে সহায়তা দেন হুসেইন তালাত ও হারিস রউফ, দুজনই শিকার করেন ২টি করে উইকেট। তবে সবচেয়ে কৃপণ ছিলেন স্পিনার আব্রার আহমেদ, ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ঝোড়ো করলেও দ্রুতই ধাক্কা খায়। ওপেনার সাহিবজাদা ফারহান ২৪ রানের ঝড় তুলে ফিরলে ফখর জামান (১৭), সাইম আইয়ুব (২) ও সালমান আগা (৫) দ্রুত সাজঘরে ফেরেন। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন চাপেই ছিল বাবর আজমের দল। মোহাম্মদ হারিসও বড় ইনিংস খেলতে পারেননি, আউট হন ১৩ রানে।
এরপর হাল ধরেন দুই অলরাউন্ডার হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত শান্ত মাথায় খেলেন অপরাজিত ৩২ রানের ইনিংস, অন্যদিকে নওয়াজ ঝড় তোলেন ২৪ বলে দারুণ ৩৮ রানে। তাদের জুটির ব্যাটে ১৮তম ওভারেই ১৩৮ রান স্পর্শ করে পাকিস্তান, হাতে থাকে ৫ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২৪ রানে ২ উইকেট ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রানে ২ উইকেট তুলে লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফল ঘুরিয়ে আনতে পারেননি।
এই জয়ে সুপার ফোরে ফাইনালের পথ আরও মসৃণ করল পাকিস্তান।R





আপনার মতামত লিখুন :