নাটোরের সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে অপবাদ দিয়ে জুতার মালা পড়িয়ে নির্যাতনের অভিযোগে ৪ জন গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৩:০৪ অপরাহ্ন / ৪৬৪
নাটোরের সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে অপবাদ দিয়ে জুতার মালা পড়িয়ে নির্যাতনের অভিযোগে ৪ জন গ্রেফতার

 

সিংড়া(নাটোর)সংবাদদাতা:
আলিফ বিন রেজা।

নাটোরের সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে অপবাদ দিয়ে সামাজিক ভাবে লাঞ্ছিত ও নির্যাতন করার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার ভেংরি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদ,আব্দুস সালাম,হাফিজ ও ইব্রাহীমকে গ্রেফতার করা হয়।সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,বুধবার রাত ৯টার দিকে আটককৃত ৪ জন সহ অন্যান্যরা জোর করে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাকে টেনে হেঁচরে বাইরে বের করে চারিত্রিক অপবাদ দিয়ে ঘরের বারান্দায় বেঁধে রাখে।পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূকে মারপিট করে গলায় জুতার মালা পড়িয়ে গ্রাম প্রদক্ষিণ করায়।এ ঘটনায় গত রাতে ওই নির্যাতিতা সিংড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।প্রবাসীর স্ত্রী তার দুই কিশোর সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন।মামলায় অভিযুক্ত অপর ৯ জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।


There is no ads to display, Please add some