

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ
ঢাকার নারায়ণগঞ্জ মীর রপসী সিমেন্ট কারখানায় কর্মরত কাউনিয়ার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সিমেন্ট কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ গ্রামের বাসিন্দা হাজী রুহুল আমিন মাক্কুর পুত্র আমজাদ হোসেন রুবেল (৪০) দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জের রপসী মীর সিমেন্ট কারখানায় সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত বাসা থেকে রোববার সকালে তার কর্মস্থল রপসী মীর সিমেন্ট কারখানায় যান। অফিস শেষে তিনি আর বাসায় ফিরে আসেননি। পরে সোমবার সকালে গ্রামের বাড়ি কাউনিয়ায় তার পিতাকে এক আত্মীয় ফোন দিয়ে জানান কারখানার একটি কক্ষ থেকে তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন ধারনা করছেন দূস্কৃতিকারীরা রোববার রাতে যেকোন সময়ে আমজাদ হোসেন রুবেল কে হত্যা করে কারখানার একটি কক্ষে লাশ ঝুলিয়ে রেখেছে।
একমাত্র ছেলে হারিয়ে পিতা মাতা উভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
এঘটনায় আমজাদ হোসেনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের বাড়িতে লাশ আসেনি তবে ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যার পর পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন নারায়ণগঞ্জে কাউনিয়ার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার বিষয় টি সম্পর্কে তাকে কেউ জানায়নি, তার কাছে কোন তথ্য নেই।
আপনার মতামত লিখুন :