[gtranslate]

না ফেরার দেশে অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এর স্ত্রী সাজেদা বেগম


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ২:০৫ অপরাহ্ন / ৯০
না ফেরার দেশে অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এর স্ত্রী সাজেদা বেগম

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ পৃথিবীকে বিদায় জানিয়ে মহান রবের ডাকে সাড়া দিয়েন, না ফেরার দেশে চলে গেলেন সোনাইমুড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা সিরাজুল ইসলাম এর স্ত্রীর সাজেদা বেগম (৮০)।

২২ অক্টোবর (বুধবার) সকাল ১১.৩০ মিনিটে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারনে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও ৭ পুত্র সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি জমান।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় জানাজা শেষে, মরহুমের নিজ বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম সাজেদা বেগম এর মৃত্যুতে প্রিন্সিপাল গ্রুপের পরিচালক মাসুদ উদ্দিন ও ইউনিহেলথ স্পেশালাইজেড হসপিটালের পরিচালক ও কড়িহাটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাহারউদ্দিন তাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও  মায়ের আত্মার মাগফেরাত কামনা করেছেন। কড়িহাটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি নেতৃবৃন্দের পক্ষে গভীর সমবেদনা জানিয়েছেন এবং বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।