নিয়ামতপুরে কিশোর কিশোরী ক্লাবে বিজয় দিবস উদযাপন।


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ২:৪৮ অপরাহ্ন / ৪৫৫
নিয়ামতপুরে কিশোর কিশোরী ক্লাবে বিজয় দিবস উদযাপন।

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোর কিশোরী ক্লাব নিয়ামতপুরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মামুন উদ্দিন, জেন্ডার প্রমোটর, সংগীত শিক্ষক, স্বপন সরদার, আবৃতি শিক্ষক আব্দুল্লাহ আল বাকি, উত্তম কুমার, শিক্ষিকা কারিমা খাতুন, আশিকুজ্জামান,সঞ্জয় দাস, মাখন সরদার প্রমূখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লাবের শিক্ষার্থীরা আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।