নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ফ্যাসিবাদ উত্থান রোধকরণে দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ও ফেডারেল পদ্ধতির রাষ্ট্রীয় কাঠামো দাবি করেছে বাংলাদেশ জাসদ।
সোমবার (২৫ নভেম্বর ২০২৪) দলটির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের কাছে দেয়া এক প্রস্তাবে এমন দাবি করা হয়েছে।
ওই প্রস্তাবে বলা হয়েছে, দুইকক্ষ বিশিষ্ট আইন সভা, নিম্ন কক্ষে ১০০ আসনে দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত করা, নারী আসনে সরাসরি নির্বাচনের বিধান করতে হবে।
বিচার বিভাগ প্রশ্নে প্রস্তাবে বলা হয়, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন করা, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, বিচারক নিয়োগের যোগ্যতা আইনের দ্বারা নির্ধারণ করতে হবে।
নির্বাহী বিভাগের প্রশ্নে দলটির প্রস্তাবে বলা হয়েছে, নির্বাহী বিভাগকে বিকেন্দ্রীকরণ, ফেডারেল পদ্ধতির রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, কোনো একটি একক ক্যাডারের নিয়ন্ত্রণ থেকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাহী বিভাগকে মুক্ত করা ও কৃত্য-পেশাভিত্তিক নির্বাহী বিভাগ গড়ে তোলা, নির্বাহী বিভাগের প্রতিটি অংশ জনপ্রতিনিধির নেতৃত্বে পরিচালিত করা এবং পারস্পরিক জবাবদিহিমূলক ব্যবস্থা করতে হবে।
মানবাধিকার প্রশ্নে দলটি বলছে, রাষ্ট্রের সকল অঙ্গ মানবাধিকার রক্ষায় সক্রিয় দায়িত্ব পালন করা, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, একে বিচার বিভাগের অংশ বিবেচনা করে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে হবে।
প্রস্তাবে আরও বলা হয়, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ ঘোষিত সকল মানবাধিকার ও সামাজিক-অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক করা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়ে সামাজিক-অর্থনৈতিক সহ সকল বৈষম্য বিলোপ করা, কাজ অনুযায়ী মজুরীর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :