নির্বোধ


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন / ৫১
নির্বোধ

অশোক কুমার পাইক

যে না শুনেছে বোধের কথা
সে যে নির্বোধ ভাই,
জ্ঞান আলোকে দীপ্তি আছে
সে যে বুঝবে নাই।

দিবস শেষে আঁধার আসে
আঁধার শেষে দিন,
আলো আঁধারে মানুষ রবে
তাইতো সমীচীন।

নির্বোধেরে বোঝাবে কত
তত্ত্ব কথার মান,
ভরায় বাণী জীবন রসে
মানুষ গড়া দান।

এ যুগের ওই যুবক যারা
অবুঝ জ্ঞানে ভর,
অধঃপতনে শিক্ষা চূর্ণ
নাই কিছুতে ডর।

তাদের যত অকাট যুক্তি
সহ্য করা দায়,
বাস্তবতার মূল্য দেয় না
কুড়ুল মারে পায়।