নির্যাস
খোন্দকার মোঃ ওয়ালী উল্লাহ্
জ্ঞান-বুদ্ধি, বিবেক শক্তি
আছে মস্তিষ্কে তোমার
দেখ শুন বুঝ, সত্য উপলব্ধি কর।
অহংকার দূরে ঠেল
ন্যায়ের পথ চল।
লোভ-হিংসা কর পরাভূত
সময়ে হও একত্রিত।
যত পড় পদ খোঁজ
তলিয়ে তলাও গাম্ভীর্য।
যত পুঁথি আসুক জগতে
আল কুরআন উর্ধ্বে।
ব্যথিতের বেদনা-হ্রাস,অন্তরের শান্তি দুয়ার
কি চিকিৎসা, মানবতা
রক্ষা,বিচার,আবিষ্কার-বিজ্ঞান
এক সাথে একাকার।
দেখ উপমা, গল্প, কাহিনী, ছন্দ কবিতা, শ্রেষ্ঠ-উপন্যাস
নির্বোধের হা হা কার দীর্ঘ শ্বাস।
আছে অফুরন্ত সমাধান
অতিত, আগামী, বর্তমান
মানিলে উভয় জগতে সন্মান।
যত শুনেছি শুনব পাব জ্ঞান
লিখেছি লিখব, দেখেছি দেখব
তাহাতেই অম্লান।
আমার লিখা আগ্রহ ভাব
উহার বিন্দু নির্যাস।
আপনার মতামত লিখুন :