নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ২২ ই ডিসেম্বর সকাল ৭ টার সময় নীলফামারী – সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের কাজিরহাট নামক স্হানে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের সাথে ইপিজেড গামী মোটরসাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলে একজন মারা যায় বলে জানা যায়, সরজমিনে গিয়ে স্হানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় নিহত ব্যক্তি উওরা ইপিজেডের উদ্দেশ্য তার স্ত্রী সহ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে তারেক রহমান (২৭) নামে একজন ঘটনা স্হানেই মারা যান এবং একজন আহত হন আরো একজন । নিহত তারেক রহমান বোতলাগাড়ী ইউনিয়নের নতুন হাট ডাঙ্গা পাড়া এলাকার জমিল উদ্দিনের ছেলে। তিনি উওরা ইপিজেডের সনিক বাংলাদেশ নামে একটি কোম্পানিতে ওয়াকার হিসেবে চাকরি করেন। এবিষয়ে সদর থানার এসআই মনির হোসেন বলেন জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে উওরা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে এবং নিহত তারেক রহমানের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি কিন্তু আমরা ট্রাক টিকে আটকের জন্য অভিযান চালাচ্ছি
আপনার মতামত লিখুন :