নেত্রকোণায় সাংবাদিক শামীম তালুকদারের গ্রামের বাড়ীতে প্রায় অর্ধ লক্ষ টাকার চুরি


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন / ৪৪৯
নেত্রকোণায় সাংবাদিক শামীম তালুকদারের গ্রামের বাড়ীতে প্রায় অর্ধ লক্ষ টাকার চুরি

নেত্রকোণা প্রতিনিধি ঃ
সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম তালুকদারের গ্রামের বাড়ীতে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল( কাপড়- চোপড়, বিভিন্ন আসবাব পত্র সিলিং ফ্যানসহ চুরি হয়।
উল্লেখ্য যে, গ্রামের বাড়ীতে কেউ অবস্থান না করায় তালাবদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিঃ সাংবাদিক শামীম তালুকদার নেত্রকোণা শহরে ভাড়া বাসায় চলে যান।
পরদিন শুক্রবার গ্রামের বাড়ী এসে দরজা ভাঙ্গা ও টিন কাটা অবস্থায় দেখতে পান।পরবর্তীতে ঘরে ঢুকে বুঝতে পারেন, চুরি হয়েছে।
পরে তিনি গ্রামের প্রতিবেশীদের ডেকে এনে তা দেখান এবং ইউনিয়নের চেয়ারম্যান কে অবগত করেন।গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যানের পরামর্শে তিনি ঐদিন সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় এসে অভিযোগ করেন।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,অভিযোগ পেয়েছেন এবং তা তদন্ত করে যথাযথ ব্যবস্হা নিবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে নেত্রকোণায় গ্রামাঞ্চলে ও শহরে চুরির ঘটনা ব্যাপক হারে বেড়েছে।


There is no ads to display, Please add some