পঞ্চগড়ে ঢাকাগামী নাবিল পরিবহন থেকে গুলি, পিস্তল ও চাকুসহ দুই যাত্রী আটক


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ২:৪০ অপরাহ্ন / ৪২৬
পঞ্চগড়ে ঢাকাগামী নাবিল পরিবহন থেকে গুলি, পিস্তল ও চাকুসহ দুই যাত্রী আটক

 

মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশ কোচ থেকে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) রাত ১২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেবীগঞ্জের গাজকাঠি এলাকায় তারা রোববার আসে। এবং রাতেই তারা বগুড়ার উদ্দ্যেশে নাবিল পরিবহনের একটি নৈশ কোচে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি পুলিশ নাবিল পরিবহনের নৈশকোচে অভিযান চালায়। এসময় ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার গোহাইল রোড সুত্ররাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৬০) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মামলার প্রক্রিয়া চলছে।


There is no ads to display, Please add some