[gtranslate]

পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন / ৬৬
পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় বিএডিসি ডিলার এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলার বিএডিসি সার ডিলার সহ শতাধিক কৃৃষক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আমাদের বিএডিসি সার ডিলারদের নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।  সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্ত করতে হবে। কেননা বিএডিসি সার ডিলারেরা কৃষকদের দোরগড়ায় বীজ পৌঁছালেও কৃষক চাহিদা থাকা সত্ত্বেও সার দিতে পারেন না। এতে কৃষিকাজ ব্যাহত হয়।

বক্তারা আরো বলেন, অন্যান্য জেলায় বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরিত করা হয়েছে। পঞ্চগড়ের ৭৪ জন বীজ ডিলারকে সার ডিলার দেয়া হলে কৃষক পর্যায়ে সার সরবরাহ সহজ হবে৷ কৃষকও সহজে ফসল উৎপাদন করতে পারবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও বিএডিসি চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়।