★ নুর মোহাম্মদ,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
সুলতানুল মুতওয়াক্কেলীন হযরত শাহসূফি গাজী কামাল উদ্দিন শাহ চিশতীয়া নেজামী (রহ:) প্রকাশ খারু ফকির’র ৪৪ তম বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল গত ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা পটিয়া উপজেলার লালারখীলের খরনা গ্রামের কামালিয়া দরবার শরীফে দিন রাত ব্যাপী সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন চিশতী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লেখক গাজী আবদুল খালেক ছনহরাভীর আস্ ছৈয়দী’র সঞ্চালনায় এতে অতিথি ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মহিউদ্দিন হাসেমী, ছৈয়দ ভান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ এনায়েতুর রহমান মাইজভান্ডারী, লেখক মুফতি ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধূরী, ডা. মোহাম্মদ এমদাদুল হাসান, মরমী শিল্পী মোহাম্মদ বেলাল উদ্দিন, সংগঠক নুর মোহাম্মদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, হক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নুরুল আবছার চৌধূরী, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ হোসেন, আনিছুল হক মঞ্জু প্রমুখ।
মাহফিল বক্তারা বলেন “নবী-রাসূল, অলি-আউলিয়াগণ মহান আল্লাহ তায়ালার প্রিয়, নিকট বন্ধু। তাহাদের নীতি, সত্যাদর্শ আমাদের জীবনের সর্বক্ষেত্রে পালনীয় ও চিরন্তন গ্রহণ যোগ্য। মিলাদ মাহফিল ও মাহফিল ছেমা শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন চিশতী ( ম: জি: আ:)।
আপনার মতামত লিখুন :