[gtranslate]

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন / ৫২
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

 

মামুনুর রশীদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

শরতৎ এর আকাশে সাদা মেঘের ভেলা,আর দিগন্তে জুড়ে কাশফুলের মেলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দিন যতই এগিয়ে আসছে মণ্ডপগুলিতে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় কাদামাটির কাজ ও রঙ তুলির আঁচড়ে ততই মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ।

আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসবের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এবার উপজেলায় ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে প্রায় ৭৯টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
উপজেলা সদরের কেন্দ্রীয় বাসুদেব মন্দির, শীবকালি মন্দির,ছোট চাঁদপুর, চকনিরখিন মোড়, পালশা,পুঁইয়াসহ  কয়েকটি ঐতিহ্যবাহী মন্ডপে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,নওগাঁর পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা।পালশা মন্দিরে কর্মরত প্রতিমা শিল্পী দিলীপ কুমারের সাথে কথা হলে তিনি জানান সে প্রতিমা তৈরীর কাজ স্বপ্নে শিখেছেন ২ বছর ধরে তিনি এ কাজ করছেন।এবার তিনি ৩ টি প্রতিমার কাজ ধরেছেন তবে এবার মজুরি কম। এই প্রতিমার  জন্য ২০ হাজার টাকা চুক্তি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন  ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার আহবায়ক সবুজ সাহা বলেন,আশা করছি  শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে। তিনি আরও বলেন পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা গজে আসবেন এবং দোলায় গমন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন বলেন,প্রতিটি মণ্ডপে সরকারি জিআর এর ৫শ কেজি করে চাল পাবে।