

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পত্নীতলা উপজেলার বীজ ব্যাংকসমূহ এবং সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ বীজ বিনিময় উৎসব।
বীজ বিনিময় উৎসব উপলক্ষে আলোচনা সভায় সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা,জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান,দি হাঙ্গার প্রজেক্টর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান,সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা,আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্তনীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুড, প্রাণবৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি ইফতেখার আলী, ধানের সংগ্রাহক ও উৎপাদক প্রকৌশলী হাসান জামান সিদ্দিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :