

মামুনুর রশীদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
মাষকলাই মূলত ডাল জাতীয় শস্য।মাষকলাইয়ে তেমন পরিচর্যারও তেমন প্রয়োজন হয় না।কম খরচে বেশি লাভ হওয়ায় নওগাঁর পত্নীতলায় কৃষকরা মাষকলাই চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমে মাষকলাই ১ হাজার ৫ শ ২৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ২শ জন কৃষকের মাঝে মাষকলাই বীজ-৫ কেজি,এম.ও.পি-৫ কেজি এবং ডি.এ.পি-৫ কেজি করে দেওয়া হয়েছে ।
এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের মাষকলাই চাষ,মাষকলাইের রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,জমি তৈরি না করেও মাষকলাই চাষ করা যায়।চাষ করার পর থেকে পরিপক্ব হতে সময় লাগে দুই থেকে আড়াই মাস।১ বিঘা জমিতে মাষকলাইের ফলন হয় প্রায় ৪ থেকে ৫ মণ।প্রতি মণ মাষকলাই বিক্রয় হয় ৩ থেকে ৪ হাজার টাকা।
নজিপুর ইউনিয়নের ফয়েমপুর গ্রামের মো.আবুল কালাম আজাদ(৪০)বলেন,আমি প্রায় ১৫ বিঘা আমের বাগানে মাষকলাই চাষ করছি।এতে খরচ নেই বললেই চলে।সব মিলিয়ে ১ বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় ১ হাজার টাকা।জমিতে শুধু বীজ ছিটিয়ে দিলেই হয়,কোনো পরিচর্যাও করা লাগে না।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,মাষকলাই খুবই লাভজনক শস্য।জমি চাষ না করেও পতিত জমিতে মাষকলাই চাষ করা যায়।
আপনার মতামত লিখুন :