পরশুরামে ‘তারুণ্যের আলো ফাউন্ডেশন’র কমিটি ঘোষণা


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন / ২৬৯
পরশুরামে ‘তারুণ্যের আলো ফাউন্ডেশন’র কমিটি ঘোষণা

আবদুল মান্নান-

সামাজিক উন্নয়ন ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠনটির তিন উপদেষ্টা গোফরানুল করিম নান্টু,ফয়েজুল মাহি টিপু চৌঃ,আব্দুল বারী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

‘এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বির্নিমাণে’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে সংগঠনটির সাংগঠনিক অফিসে মোঃ আজাদ হোসেনকে সভাপতি এবং আব্দুল কাইয়ুম পলাশকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টারা আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক কামরুল হাসান পরান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ, দপ্তর সম্পাদক আবুল হাশেম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ জালাল রানা।


There is no ads to display, Please add some