গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পুর্ব ফরিদপুর গ্রাম থেকে মরদেরটি উদ্ধার করা হয়।
আমেনা ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, সকালে বাড়ির পাশের একটি নেপিয়ার ঘাস ক্ষেতে আমেনার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :