পশ্চিম বাংলায় দুই জেলায় বিদুৎস্পৃস্ট হয়ে মৃত্যু তিন জনের, নিহতদের বাড়িতে গেলেন কৃষাণ নেতা তপন দাস।।


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ২:১৭ অপরাহ্ন / ৪১৬
পশ্চিম বাংলায় দুই জেলায় বিদুৎস্পৃস্ট হয়ে মৃত্যু তিন জনের, নিহতদের বাড়িতে গেলেন কৃষাণ নেতা তপন দাস।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

গত দুই দিনে পশ্চিম বাংলার দুই জেলা পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় তিন জন কৃষকের মৃত্যু হয়েছে বিদুৎস্পৃস্ট হয়ে। এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিদুৎস্পৃস্ট হয়ে মারা যাওয়া নিহতৃ সরোজ মল্লিকের বাড়িতে যান পশ্চিম বাংলার। ভারতের জাতীয় কংগ্রেসের কৃষাণ শাখার সভাপতি শ্রী তপন দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তিনি নিহত সরোজ মল্লিকের বাড়িতে খোঁজ নেন কিভাবে এমন ঘটনা ঘটেছে। তারা জানান যে মাঠে কাজ করতে যাওয়া সময় বিদুৎতের তার ছিড়ে মাঠে পড়ে ছিল। এবং বেখায়ালে সেখানে পা দিতে বিদুৎস্পৃস্ট হয়ে মারা যান। সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার ধোড় জামুয়া গ্রামে মাঠে চাষ করতে যাওয়ার সময় মৃত্যু হয়েছে দুই বাপ বেটার। নিহতদের এককালীন ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ টাকা দেবার দাবি করেন পশ্চিম বাংলার কৃষাণ শাখার সভাপতি তপন দাস। সেই সাথে একজনের সরকারি চাকরি। আজকের শ্রী তপন দাসের সঙ্গে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার সাধারণ সম্পাদক শ্রী সৌরভ দাস। কৃষাণ শাখার সদস্য সেখ জুলফিকার আলী ও বাসুদেব গুহ। ।