পাঁচবিবিতে কৃষকের বাঁধা কপির চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন / ২৪
পাঁচবিবিতে কৃষকের বাঁধা কপির চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

এম আব্দুর রাজ্জাক,
স্টাফ রিপোর্টার-

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষক ২৫ শতক জমিতে ২২শ শীতকালীন আগাম সব্জি বাঁধা কপি লাগিয়ে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখছিলেন অধিক আয়ের। ঐ জমির সমস্ত কপির চারা গাছ গুলো এক রাতেই কেটে কৃষকের সেই স্বপ্নকে ধুলিস্বাত করেছে দূর্বৃত্তরা। কাটা চারা হাতে নিয়ে জমিতে আহাজারি করছেন ভুক্তভোগী কৃষক। কখনো নির্বাক হয়ে জমির আইলে বসে দেখছেন কাটা চারা। এ ঘটনায় ঐ কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৩ অক্টোবর রোববার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ নভেম্বর সোমবার সকালে ভুক্তভোগী কৃষক মতিরুল ইসলাম পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, উপজেলার কড়িয়া রামনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র মতিরুল ইসলাম ৭ বছর পূর্বে একই এলাকার সোলাইমান দেওয়ানের ২৫ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। চলতি শীতকালীন মৌসুমে উক্ত জমিতে ৩৫ দিন পূর্বে বাধা কপি চারা রোপন করে। আর মাত্র ২৫-৩০ দিনের মধ্যেই ক্ষেত থেকে বাধাকপি বিক্রয় করা যেত। কিন্ত এরই মধ্যে রাতের আধারে দূর্বত্তরা জমির সমস্ত চারা কর্তন করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।