[gtranslate]

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন / ৩১
পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা নিরসন, শিবসা নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা পানি কমিটির আয়োজনে ও এনজিও সংস্থা উত্তরনের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়। পানি কমিটির সাধারণ সম্পাদক সাদেকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানি কমিটির সভাপতি শেখ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান, উত্তরণের এ্যাভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল, ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, সিডিও কর্মকর্তা কামরান খান,সুকৃতি মোহন সরকার, জামশেদ হোসেন। উপস্থিত ছিলেন, পানি কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ফসিয়ার রহমান, ফজলুর রহমান, সুকামার মন্ডল ও শেখ মনিরুজ্জামান মনি। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা পাইকগাছার প্রাণ ভরাট হওয়া শিবসা নদী খনন ও সরকারি খাস খাল ইজারা বাতিল করে খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের প্রতি হস্তক্ষেপ কামনা করেন।