কাজিপুর প্রতিনিধিঃ এক সাথে কাঠ মিস্ত্রির কাজ করে ওস্তাদের নিকট পাওনা টাকা চাওয়ায় টাকা না মিলে মিলেছে গালমন্দ. হামলা ও মামলা। এই ঘটনায় ওই অসহায় যুবক বিচার চেয়ে মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরছে। এদিকে হামলার ভয়ে নতুন করে কাজের যেতে পারছে না ওই যুবক। এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে। ভুক্তভোগীর নাম পাখি আকন্দ (২৫)। সে ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। খবর পেয়ে শনিবার দুপুরে সরেজমিন পাখির বাড়িতে গিয়ে জানা যায়, একই গ্রামের পশ্চিম পাড়ার কামাল হোসেনের পুত্র আলমগীর হোসেন(২১) পাখিকে সাথে নিয়ে টাঙ্গাইলে কাঠ মিস্ত্রির কাজ করে আসছিলো। সম্প্রতি পাখির প্রয়োজনে আলমগীরের নিকট তার পাওনা টাকা চাইলে সে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই সূত্র ধরে পাখিকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয় আলমগীর। সাংবাদিকদের পাখি জানান, পরশু আমি কাজিপুর নির্বাচন অফিসে যাই। সেখানে আমাকে একা পেয়ে আলমগীর লোকজন নিয়ে আমাকে ধরে ফেলে এবং টাকা চাইলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
পাখির নানা তোজাম জানান, আমি এই বিষয়টি সুরাহার জন্যে আলমগীরের বাড়িতে গেলে সে নেশা করে মাতাল অবস্থায় আমাকে মারার জন্যে শাবল নিয়ে আক্রমণ করে। পরে ওর বাবা কামাল আমাকে দ্রুত চলে যেতে বলে। তিনি আরও জানান, আলমগীর একজন নেশাখোর ছেলে। সে ইতোপূর্বেও গ্রামে নানা দুর্ঘটনা ঘটিয়েছে। পুরো গ্রামের মানুষ জানে সবই।পাখিকে টাকা না দিয়ে উল্টো আলমগীর ও তার পরিবার আমাদের ফাঁসানোর জন্যে নিজেদের ঘরের বেড়া কুপিয়ে আমাদের নামে মামলা করতে যায়। কিন্তু ঘটনা মিথ্যে বিধায় থানায় মামলা করতে না পেরে আলমগীর কোর্টে মামলা করেছে।
এসময় পাখি জানায়, আলমগীর দুরন্ত প্রকৃতির মানুষ। কিছুদিন আগেই সে হাতুড়ি দিয়ে একজনের মাথায় আঘাত করে অর্ধলক্ষ টাকা জরিমানা দিয়েছে। টাকা চাইলে না দিয়ে উল্টো কোর্টে গিয়ে আমাকেসহ আমার ভাই, দুই মামা ও নানাকে আসামী করে ডাকাতি চাঁদাবাজির মামলা দিয়েছে।ওর আপন চাচা হত্যা মামলার আসামী। কাজেই আমি এর সঠিক বিচার চাই এবং প্রহসনমূলক মামলা থেকে নিস্কৃতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ/ মনি ২১
আপনার মতামত লিখুন :