পাথরঘাটায় সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন / ৮৫
পাথরঘাটায় সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

বরগুনার পাথরঘাটায় সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন-২০২৪ বুধবার সকাল ১০ টায় বরগুনা জেলার পাথরঘাটায় সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার, মো. রোকনুজ্জামান খান, সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, স্বপন কুমার পাল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, আলহাজ্ব এম. এ খালেক, সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. বেলায়েত হোসেন।

অত্র কলেজের ছাত্রী মিম আক্তার’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদীন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, মো. ইলিয়াস হোসেন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জয়দেব মিত্র, যুক্তিবিদ্যা বিভাগের লেকচারার সাদেকুল ইসলাম ইউসুফ, জীব বিজ্ঞান বিভাগের লেকচারার মো. নিজাম উদ্দীন আহম্মেদ, ইসলাম শিক্ষা বিভাগের লেকচারার, মো. নাসির উদ্দিন মাহমুদ, হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার, মো. যায়েদুল আহসান, সমাজ কর্ম বিভাগের লেকচারার, মো. আসাদুজ্জামান ও পদার্থ বিদ্যা বিভাগের লেকচারার, মো. নাসির উদ্দিন প্রমুখ।

পাথরঘাটার সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ থেকে ১৫২ জন এইচএসসি পরীক্ষার্থীকে এ বছর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


There is no ads to display, Please add some