[gtranslate]

পাথরঘাটার নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন / ৭২
পাথরঘাটার নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধি-

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে ছিদ্দিকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে পাথরঘাটার বড় টেংরা গ্রামের বাসিন্দা ছিদ্দিক একটি ছোট নৌকায় জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। প্রতিদিন ভোরে বাড়ি ফিরলেও প্রায় ২০ ঘণ্টায়ও গতকাল ভোরে তিনি বাড়ি ফেরেন নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মাছ ধরতে যাওয়ার পর বাড়িতে আর ফিরে না আসায় তার সন্ধান পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তাঁর স্বজনরা। পাথরঘাটা ফায়ার সার্ভিস সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সংবাদ শোনার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয়দের সহযোগিতায় আমাদের অভিযান চলমান ছিল। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, বলেশ্বর নদীতে নিখোঁজ জেলে ছিদ্দিকের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথ উদ্ধার কাজ চালিয়েছেন। আজ দুপুর ৩ টার দিকে স্থানীয় এক জেলে বিহঙ্গ দ্বীপের ধান ক্ষেতে ছিদ্দিকের মরদেহ দেখতে পেয়ে সংবাদ জানায়। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।